মানব কল্যানের চেয়ে উত্তম কোন কাজ পৃথিবীতে নেই -সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদকঃ০৪সেপ্টম্বর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেহাউল করিম চৌধুরী বলেছেন, মানব কল্যাণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উত্তমকাজ।মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মানবাধিকার কর্মীরা সেই উত্তম কাজের মাধ্যমে সমাজকে আলোকিত জরায় অবদান রাখছেন। বাংলাদেশতথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের এক যুগ পূর্তি, জেলা কমিটির অভিষেক ওছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা থেকে ভাচুয়ালী কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।

জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলমচৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাকবিপিএম পিপিএম (বার) প্রধান আলোচক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারবাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবেউপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১ সেপ্টেম্বর সন্ধ্যায়অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃআলমগীর। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে বক্তব্যরাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম, রাজনীতিবিদ

জসিমউদদীন চৌধুরী, সহসভাপতি নুর মোহাম্মদ মধু, লায়ন শামসুজ্জামানসুমন, লায়ন খন্দকার কছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান,মোঃ ইব্রাহিম, সামসুদ্দিন রুবেল, সৈয়দা সাহানা আরা বেগম, মোঃ সেলিমউদ্দিন, আবু শাহাদাৎ চৌধুরী শিপন, আমির হোসেন সুমন, জয়া চৌধুরী,মোঃ জামাল উদ্দিন, নুর জামাল চৌধুরী, মাসুমা কামাল আখিঁ, লাকি আক্তার, ডাঃমীর হোসেন মাসুম, জসিম উদ্দিন আলী, আজীজুল ইসলাম আজিজ, মোঃ আবদুলকাদের, মোঃ ইলিয়াস, সেলিম আবদুল্লাহ, স্বাধীন বর্মন, আনিসুল ইসলাম,হোসনে আরা শ্যামলী, নুর কাউছার, সায়েরা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে কমিটির

নব-নির্বাচিত সদস্যদের কমিটি সনদ, সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার ও ক্যান্সার আক্রান্ত দুইজন রোগীকে নগদ বিশ হাজার টাকাআর্থিক অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালির স্বাধিকার ও মানবাধিকার রক্ষায় অবদান রেখে ইতিহাসেস্মরণীয় হয়ে আছেন।

প্রধান আলোচক উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন,সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও নৈরাজ্য প্রতিহত করতে হলে মানবাধিকার কর্মীদেরদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।