প্রেস বিজ্ঞপ্তীঃ৪সেপ্টেম্বর
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নংদক্ষিণ হালিশহর ওয়ার্ড ,আকমল আলী রোড সংলগ্ন আবাবিল শ্রমজীবি সোসাইটির অফিসে “আলোর দিশারী উন্নয়ন ফাউন্ডেশন” এর কার্য্যকরী কমিটি গঠন কল্পে এক প্রস্তুতি সভা ৩সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা পলাশ বড়ুয়া এবং সভা সঞ্চালনা করেন উদ্যোক্তা সহকারী ডা. অমর দে।
প্রস্তুতি সভায় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে দিক নির্দেমণা মূলক বক্তব্য রাখেন নেভীর রিটার্ড পার্সেন মোঃ কামরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক ও সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, শিক্ষা ও সমাজ কর্মী ইরফানুল হক সুমন,সমাজসেবী দ্বীন মোহাম্মদ দিলু, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, বাবুল শাহ,মোতালেব হোসেন,মোঃ জসিম উদ্দিন, মোঃ এখলাস উদ্দিন ও সমাজকর্মী ফোরকান, মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আলোর দিশারী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম কে গণ মানুষের কাছে নিয়ে যেতে দায়িত্বশীল সংগঠক এবং তরুণ উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানান।
বক্তারা আরো বলেন, সমাজে দুস্থ্য-অভাবী, অসহায় গণ মানুষের স্বাস্থ্য-শিক্ষা ও পরিবেশ-নিরাপত্তা নিশ্চিতে সমন্বয় করে কাজ করতে দৃঢ় ভাবে আহবান জানান।
Discussion about this post