টাঙ্গাইল প্রতিনিধিঃ০৫সেপ্টেম্বর
টাঙ্গাইলের কালিহাতীতে দুটি সিএনজির সাথে প্রাইভেট কারের ধাক্কায় তিনজন আহত হয়েছে।আহতরা হলেন সিএনজি চালক টাঙ্গাইল সদর থানার পাড় বুহুলী এলাকার মৃত আব্দুল হালিম বেপারীর ছেলে আজিজুল (৩৪), যাত্রী একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৮) ও অপর সিএনজি চালক কালিহাতী উপজেলার পাছ চারান এলাকার বিমুর ছেলে লাল চাঁন (৩০)।
গতকাল শনিবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বাগুটিয়া সেতুর ওপর এ দুর্ঘটনাটি ঘটে। তবে দুটি সিএনজির চালক যাত্রীরা আহত হলেও প্রাইভেটকারে থাকা কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডাঃ রবিউল ইসলাম অক্ষত থাকেন।
স্থানীয়রা জানান, চিকিৎসক রবিউল ইসলাম জামালপুরের নিজ বাসা থেকে মির্জাপুরে হাসপাতালে যাওয়ার পথে বাগুটিয়া সেতুতে পৌঁছালে কার্পেটিং না থাকায় ডান দিকে চেপে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি সিএনজি ওভারটেক করার সময় এবং অপর দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে ধাক্কা লাগে।
প্রাণহানি থেকে রক্ষা করতে প্রাইভেটকারটি সেতুর পার্শ্ব রাস্তার উপরে উঠিয়ে দেয় চালক।
হাসপাতাল সূত্র জানায়, আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরেছেন।
Discussion about this post