নিখোঁজ সংবাদঃ০৮সেপ্টে:চট্টগ্রাম
নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ বন্দরটিলা মাদ্রাজীশাহ পাড়া এলাকা থেকে রাজকুমার দাশ (১০) নামে এক স্কুল ছাত্র গতকাল ৭সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার সময় নিখোঁজ ইপিজেড থানার জিডি নং-৩৭৪/২১ সূত্রে জানা গেছে।
সে স্থানীয় কাটাখালী আলী শাহ সরকারী প্রাথঃ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র বলে জানান তার পরিবার।
শিশুর মা রুপা দাশ জানাই, মঙ্গলবার সকালে বাসার বাজার আনতে গিয়ে আজ বুধবার বিকেল পর্যন্ত মাদ্রাজিশাহ পাড়া ডঃমজুমদার বিল্ডিং ফেরত না আসায় নিকটস্থ থানায় পুলিশের কাছে ডাইরী লিখি। তার গায়ের রং ফর্সা, গোলাকার মুখমন্ডল, পরনে ছিল ত্রিকোয়াটারপ্যান্ট এবং গায়ে নেভী ব্লু রং গেজ্ঞি।
কেউ ছেলেটির খোঁজ পেলে নিকটস্থ থানা বা বন্দরটিলা মাদ্রাজিশাহ পাড়া ডঃমজুমদার বিল্ডিং পৌছে দেওয়ার জন্য তার মা রূপা দাশ বিনীত আবেদন জানিয়েছেন।
Discussion about this post