আগ্রাবাদ ও বে-শপিং সেন্টার চত্বরে অনলাইন ভ্যাট বুথের উদ্বোধন

হোসেন বাবলাঃ০৮ সেপ্টেম্বর

নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার চত্বরে ভ্যাট বুথের উদ্বোধন করেন সভাপতি নাছির উদ্দীন চৌধুরী।৮সেপ্টেম্বর,বুধবার  সকাল সাড়ে১১টায় বে-শপিং সেন্টার চত্বরে অনলাইনে মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিলাপত্র দাখিল সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা করনে ভ‍্যাট বুথ উদ্বোধন করা হয়।

কার্ক্রমে সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পতেঙ্গা সার্কেলের রাজস্ব কর্মকর্তা   রফিকুল ইসলাম  সহ ভ্যাট কর্মকর্তা ও মার্কেটের সহ-সভাপতি  কাজী আজিজুল হক  ও সাধারণ সম্পাদক  বাবু চন্দন সরকার  এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ২ দিন ব্যাপী এই কার্যক্রমে অন-লাইন নিবন্ধন ও রিটার্ন দাখিল সহ ভ্যাট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে ।

একইদিন আগ্রাবাদস্থ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট চত্বরে   ভ্যাট বুথ উদ্বোধন করা হয়। ভ‍্যাট বুথ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব‍্যবসায়ী সমিতির সহ- সভাপতি আলহাজ্ব নুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার (ভ‍্যাট) ফাতেমা খাইরুন নূর।

উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকতা গৌরাভ‍্যা ভট্টাচার্য, সহকারি রাজস্ব কর্মকতা মামুন হোসেন , শওকাতুল ইসলাম রানা, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব‍্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আলী নেওয়াজ চৌধুরী, সাঃ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন, যুগ্ম-সাঃ সম্পাদক মোঃ আইয়ূব,ব‍্যবসায়ী সাহাবুদ্দিন আরিফ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, ব‍্যবসায়ীরা হয়রানি মুক্ত ভ‍্যাট প্রদান করতে চায়।তিনি ব‍্যবসায়ীদেরকে অনলাইনে ভ‍্যাট প্রদানে আহবান জানান।