মিরসরাই প্রতিনিধিঃ০৮সেপ্টেম্বর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ওয়াহেদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে বড়কমলদহ ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।
এতে পেছনে ধাক্কা দেওয়া কার্ভাড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার সংবাদ শুনে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান ওসি ফারুক।
Discussion about this post