কক্সবাজার প্রতিনিধিঃ০৮সেপ্টেম্বর
কক্সবাজারে সমুদ্র সৈকতে ডুবে ব্রাক ইউনিভার্সিটির CSE ডিপার্টমেন্টের শিক্ষার্থী নিহত। নিউজটি দৈনিক নয়াবাংলা’র প্রতিনিধি পাঠিয়েছেন।
কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা বিচে ৩ জন পর্যটক স্রোতের টানে ভেসে যায়। ওয়াটার বাইক এবং লাইভ গার্ড উদ্ধারকর্মীরা ৩ জনকেই উদ্ধার করেন এর মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সমুদ্র সবচেয়ে বেশি উত্তাল থাকে সুতরাং এই সময়ের মধ্যে যারা সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখার জন্য ঘুরতে যান। পানিতে নামার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করবেন।
ছবি ওতথ্য–এফবির মেসেন্জারে প্রাপ্ত, আজ সন্ধ্যা৭টায়। বুধবার………..!
Discussion about this post