নিখোঁজের দুইদিন পরে লাশ পাওয়া গেল স্কুল ছাত্র রাজকুমারের…!

নিজস্ব প্রতিবেদকঃ০৯সেপ্টেম্বর

ইপিজেডের মাদ্রাজি শাহপাড়া এলাকা থেকে গত ৭সেপ্টেম্বর মঙ্গলবারে রাজকুমার(১০) নামে একজন স্কুলছাত্র নিখোঁজ হয়।নিখোঁজের দুইদিন পরে অবশেষে সেই স্কুলছাত্র রাজকুমারের লাশ উদ্ধার হয় আকমল আলী বেড়িবাঁধের সাগর পাড় হতে। সে স্থানীয় কাটাখালী আলীশাহ সরঃপ্রাথঃ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র ছিলেন।

লাশটি দেখতে পায় ঐএলাকার মোঃ শাহআলম নামে এক ব্যক্তি। রাজকুমারের মা রুপা দাশ ইপিজেড থানায় গত ৭সেপ্টেম্বর মঙ্গলবারে ইপিজেড থানায় একটি সাধারণ জিডি করেন,ডিজির নাম্বার ৩৭৪।তার বাবা পলাশ দাশ জানাই, তিনি কোন মামলা করবেন না। তবে সুষ্টু বিচার দাবি করছেন।

গতকাল ৮সেপ্টেম্বর বুধবার রাতের সাড়ে ১১টার সময় লাশটি শাহ আলম দেখার পর ইপিজেড থানার এ.এস.আই রানাকে ফোন করেন,ইপিজেড থানার ডিউটিরত এএসআই রানা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরে লাশটি ইপিজেড থানা এনে ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে বলে ইপিজেড থানা সূত্রে জানা গেছে।এব্যাপারে জিডি সূত্রে একটি অপমৃত্যুর মামলা দায়ের হতে পারে বলে তদন্ত অফিসার এ.এসআই রানা জানিয়েছেন। তবে  শিশুটিকে   হত্যা না খালের জোয়ার বালিতে আটকে পানি ডুবে মারা গেছে তা ময়না তদন্তের পরে জানা যাবে।