মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: পটিয়া ও চন্দনাইশ থেকে ৫হাজার ইয়াবাসহ আটক ৫

পটিয়া প্রতিনিধিঃ০৯সেপ্টেম্বর

চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও পটিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।কক্সবাজার থেকে চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও নোয়াখালী পাচারকালে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ ০৫ জনকে গ্রেফতার করা হয়।

আটকরা হলো-আনোয়ারার মৃত অজি আহমদের ছেলে রিফাত হোসেন(১৯), নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার মৃত আবদুর রাজ্জাক মিয়ার ছেলে মো. চান মিয়া(৫৩), মৃত আহাম্মদ আলীর ছেলে ওমর ফারুক(৫১) ও নোয়াখালীর সেনবাগ থানার আবু বকর ছিদ্দিকের ছেলে মো. জহির উদ্দিন(২৯) এবং কক্সবাজারের কুতুপালং এলাকার ২নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত মোহাম্মদ হোচনের ছেলে সামসুল আলম(৩২)।

আটকদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২টি ও পটিয়া থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।