ক্রীড়া প্রতিবেদকঃ০৯সেপ্টেম্বর
আকিজ সিরামিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ১ম মহিলা দাবা লিগের খেলা গতকাল ৮ সেপ্টেম্বর বুধবার বেলা ৩ টায় হতে দাবা কক্ষে শুরু হয়েছে।
এ উপলক্ষে (সোমবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়। আকিজ সিরামিকস এর হেড অব সেলস মোহাম্মদ আশরাফুল হক, মহিলা দাবা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা আকসির, বাংলাদেশ দাবা ফেডারেশনের ও সদস্য সচিব আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি প্রেস-ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এ সময় মহিলা দাবা কমিটির দুই সদস্য জাহানার হক রুনু ও মাসুদা বেগম উপস্থিত ছিলেন।
প্রথম মহিলা দাবা লিগের যে দল গুলো অংশগ্রহণ করছে তারা হলোঃ বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেস ক্লাব।
প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় রযেছে।৯ দিন ব্যাপী এ দাবা লিগ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মহিলা দাবা লিগ একটি দলগত দাবা ইভেন্টে। দাবা লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
অংশগ্রহণকারী সকল দলকে বাংলাদেশ দাবা ফেডারেশন হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। মুজিব বর্ষ ১ম মহিলা দাবা লিগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০,০০০.০০ টাকা, রানার্স-আপ দল ৩০,০০০.০০ টাকা এবং তৃতীয় স্থান প্রাপ্ত দল ২০,০০০.০০ টাকা অর্থ পুরস্কার পাবে।
এছাড়াও প্রত্যেক খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে। বাংলাদেশের ২জন আন্তর্জাতিক মহিলা ও ৫ জন মহিলা ফিদে মাস্টারসহ দেশের শীর্ষস্থানীয় মহিলা দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
Discussion about this post