ক্রীড়া ডেস্কঃ১৫সেপ্টেম্বর
চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম ফুটবলখেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির এক সভা কমিটিরআহ্বায়ক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অদ্য ১৪সেপ্টেম্বর ২০২১ইং সন্ধ্যা ৬.৩০ টায় সমিতির কার্যালয়েঅনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বৈশ্বিক মহামারী করোনার কারণেস্থগিত চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনেরপুন:তারিখ সর্বসম্মতিক্রমে আগামী ০২ অক্টোবর ২০২১ইংশনিবার নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চফুখেস আহ্বায়ক কমিটিরসম্মানিত সদস্য জসিমউদ্দিন আহমেদ, দিপক বড়–য়া, নজরুলইসলাম লেদু, এস.এম. শহীদুল ইসলাম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল,শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
Discussion about this post