নিজস্ব প্রতিবেদকঃ১৬সেপ্টেম্বর
চিটাগাং কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন(সিএন্ডএফ এজেন্ট) এর ঐক্য ও নির্ভরতার প্রতীক “সমমনা পরিষদের উদ্যোগে নগরীর আগ্রাবাদ এক্সরোডের আব্দুল্লাহ কনভেশন হলে গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমমনা পরিষদের আহবায়ক আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরীর সভাপতি আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্ট এর সভাপতি ও চিটাগাং চেম্বার পরিচালক আলহাজ্ব এ ,কে,এম আকতার হোসেন। আরো বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), সমমনা পরিষদের সমন্বয়কারী কাজী মাহমুদ ইমাম(বিলু) সহ সিএন্ডএফ এজেন্ট এর সমমনা পরিষদের নেতৃবৃন্দ।
বক্তার বলেন, কিছু সংখ্যক সদস্য বার বার প্রত্যাখাত একটি মহল সাম্প্রতিককালে নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তারা মিথ্যা কে সত্য হিসেবে উপস্থাপনের হাস্যকর প্রয়াস চালিয়ে কারো কাছে গ্রহণযোগ্য না হলেও তারা সেই মিথ্যাচার তথ্য প্রচার অপচেষ্টা অব্যাহেত রেখেছেন।শালিনতা ও পরিমিতি বোধের অভাবে তারাঁ যে ভাষায় সদস্যদের কাছে মিথ্যার ফুলঝোড়ি ছড়াচ্ছে , তা তাদের মানষিক দৈনতা প্রকাশ করে।
সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে কল্যাণমুখী সম্মানিত সদস্যদের সেবা দিয়ে আসছে।”যেখানে সমস্যা-সেখানে সমাধান” এই শ্লোগানে দিয়ে দায়িত্ব নেয়া নেতৃবৃন্দরা সংগঠন কে আরো বেগমান করেছে। কিছু সদস্য এখনো অনলাইন-এফবি ওঅন্যান্য মাধ্যমে মিথ্যাচার তথ্য ও অশ্লীল ভাষা ব্যবহার করে নিজেদের নিচু মনের পরিচয় দিচ্ছেন। এ ব্যাপারে এসাসিয়েশন নেতৃবৃন্দরা আগ্রহী নন । এদের আবারো প্রত্যাখাত করবেন আপনারাই।
বৈশ্বিক করোনায় গোটা বিশ্ব যেখানে থমকে গেছে, সেখানে বাংলাদেশ ও ব্যতিক্রম নয়।এসময় আমরা হারিয়েছে অনেক সাথী-সুধীজন ও সংগঠনের নিবেদিত সদস্যদের। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মুনাজাত এবং চট্টলার ঐতিহাসিক মেজবান পরিবেশন করা হয়।
Discussion about this post