সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু….

ডেস্ক নিউজঃ১৬সেপ্টেম্বর

দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ মহামারি। আগের দিন এ সংখ্যা ছিল ৩৫। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১০৯ জনে।

একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।