ক্রীড়া ডেস্কঃ২৫সেপ্টেম্বর
বন্দরথানাধীন গোসাইলডাঙ্গা তরুণ সমাজ এর ব্যবস্থাপনায় টেক্সোডাইস কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ২৪ সেপ্টেম্বর শুক্রুবার সন্ধ্যায় টেক্সডাইস–জিসিএল–২০২১ দিবা–রাত্রী টুর্ণামেন্টের ফাইনাল পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আগ্রাবাদ আমেরিকান হসপিটালের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী । সি এণ্ড এফ এজেন্টস্ এসোসিয়েশেনের সভাপতি ও চিটাগং চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের পরিচালক এ.কে.এম আকতার হোসেনের সভাপতিত্বে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোর্শেদ আলী ও চট্রগ্রাম জেলার ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, জেলার ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রায়হান উদ্দিন রুবেল, গোসাইলডাঙ্গা যুবক গোষ্টির সাবেক সভাপতি মোক্তার হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আজাদ রহমান প্রমুখ।
ফাইনাল খেলায় শাহাজাহান সংঘ কে বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন ব্লু–ডায়মন্ড টিম ।
এছাড়া সাথে ছিলেন টেক্সোডাইস কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর আবিদ হাসান নাহিম। আমেরিকান হাসপাতালের প্রাশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।