নিজস্ব প্রতিবেদকঃ২৫সেপ্টেম্বর
নগরীর ইপিজেড-পতেঙ্গাগামী প্রধান সড়কটি দ্রুত সংস্কারের দাবীতে ২৫সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে১১টায় বন্দরটিলা চসিক ,৩৯নং ওয়ার্ড কার্যালয়ের সামনে ”রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ” আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে সাবেক চসিক প্রশাসক ও নগর আঃলীগ সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা কেউ উন্নয়ন কর্মকান্ডে বিরোদ্ধে নই। কিন্তু যেই উন্নয়ন কাজ করতে গিয়ে গণমানুষের প্রাণনাশ হচ্ছে সেই উন্নয়নের সাথে কেউ থাকবে না বা নেই।
বিগত ২/৩বছর ধরে বন্দর সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড-পতেঙ্গাগামী সিমেন্ট ক্রসিং পর্যন্ত চলমান উন্নয়ন কাজের কারণে গোটা শহর যেন তালপট্টিতে পরিণত হয়েছে। একটি রাজনৈতিক পক্ষ সরকার কে জনগণের কাছে হেয়-প্রতিপন্ন করার প্রয়াসে সমন্বয়হীনভাবে উন্নয়ন কাজ কে প্রশ্নবিত্ত করতেই এই পরিস্থিতি সৃস্টি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাবেক এই প্রশাসক আরো বলেন,কেন বিশাল কর্মযজ্ঞ করতে সমন্বয়হীন হচ্ছে তা উচ্চ প্রশাসন কে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান। উন্নয়ন কাজ করতে গিয়ে জন-মানুষের প্রাণহানী কোনভাবেই মেনে নেওয়া যাই না। তিনি ম্যাক্স কৃতপক্ষ কে প্রতিদিন ৩/৪বার পানি ছিটানো, ময়লা-আবর্জনা ও ভাঙ্গা রোডে দ্রুত সংস্কার করতে দৃঢ় আহবান করেন।
আর আগামী ১সপ্তাহের মধ্যে ক্ষত-বিক্ষত,খানা-খন্দক, ড্রেন-নালা ও সড়ক দ্রুত সংস্কার না করলো জনগণ কে সাথে আরো কঠোর কর্মসূচি সহ ম্যাক্সের কাজ বন্ধ করার আল্টিমেটাম দেনে এসময় অন্যান্যর মধ্যে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, নাগরিক জন উদ্যাগের সদস্য সচিব-হাজী মোঃ হোসাইন, বন্দর থানা আঃলীগের সাঃসম্পাদক হাজী মোঃইলিয়াছ, মানবাধিকার নেতা ও এ্যাভোকেট বরকত উল্লাহ খান, অধ্যাপক মোঃ কামরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা সমীর মহাজন লিটন,ওয়াসিম আক্রাম, কর্মাস কলেজ ছাত্রলীগের ইকবাল হোসেন,নয়ন,পতেঙ্গা থানা ছাত্রলীগের আহসান হাবীব সেতু।
রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদের সাবেক সভাপতি শাহাজাদা মোঃ সাইফুল ইসলাম নাইডু’র সভাপতিত্বে মানবন্ধন-প্রতিবাদী সভায় আরো বক্তব্য রাখেন-সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা,রাশেদুল ইসলাম সাহেদ,তানভীর হোসেন,আনিসুর রহমান ,আলমগীর আলো প্রমুখ।