পটিয়ার ৫০ হাজার লোকের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের প্রস্তুতি

হোসেন বাবলাঃ২৭সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ।

জনসমাবেশে পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখবেন এবং ৭৫ টি বেলুন উড়িয়ে জন্মদিন পালনের শুভ সূচনা করবেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বক্তব্য রাখবেন।

তাদের বক্তব্য শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ইন্দ্রপোল বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার প্রথমে থাকবে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা, এরপর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিবে।

শোভাযাত্রার পেছনে থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি এবং পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এ উপলক্ষে গতকাল(২৬সেপ্টেম্বর)  রোববার পটিয়া উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল,  পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ২৮ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পটিয়াবাসী আনন্দ ও কৃতজ্ঞতার সাথে পালন করবে।প্রধানমন্ত্রী পটিয়ার উন্নয়নে গত ১২ বছর ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। পটিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও বদান্যতার প্রতিদান দিতে পটিয়ার ৫০ হাজার লোক জন্মদিনের অনুষ্ঠানে সমবেত হবে।

এই বিশাল সমাবেশ শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা ঐ দিন সমাবেশে যোগ দিবেন।