বিশেষ প্রতিবেদকঃ২৭সেপ্টেম্বর
চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে মহানগরীর চান্দগাঁও এলাকার হাসেম টেলিকমের দোকানের ভেতর থেকে প্রদীপ দাস (২৭) নামে এ যুবক কে আটক করেন র্যাব-৭ টিম ।গতকাল ২৬ সেপ্টেম্বর আনুমানিক সময় রাত্র সাড়ে ৯টায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করে তা টাকার বিনিময়ে বিক্রি কালে
সে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে আসামী প্রদীপ দাস (২৭),পিতা- মৃত কাজল দাস, সাং- আজিমপুর, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম ।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে। উক্ত দোকান তল্লাশি করে ভ‚য়া এনআইডি কার্ডসহ ভূয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭পতেঙ্গা সদরদপ্তর সূত্রে এক ক্ষুদে বার্তায় মিডিয়া অফিসার নুরুল আবছার জানিয়েছেন।