নিজস্ব প্রতিবেদকঃ২৭সেপ্টেম্বর
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের মাসিক সভা ২৭সেপ্টেম্বর, সোমবার সকালে বন্দরটিলস্থ চসিক কার্যলয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং এশিয়ান ফাউন্ডেশন কোটিনেটর মোমেনা আক্তার সাথী‘র সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয় ।
সভা প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি পুলিশিং এর উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম।
আয়োজিত সভায় সংশপ্তক ও দি এশিয়ান ফাউন্ডেশনের যৌথ পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনএশিয়ান ফাউন্ডেশন কোটিনেটর মোমেনা আক্তার সাথী,সমাজসেবী লোকমান হাকিম,সেলিম আফজাল,হাজী ফরিদুল আলম, মোঃ আইয়ুব ,শারমিন ফারুখ সুলতানা,হাজী মোঃ আক্কাস সওদাগর, মোঃ সেলিম রেজা, জাবের হোসেন, নেছার মিয়া আজিজ,মোঃ নাছির উদ্দিন,সৈয়দ আনোয়ারুল করিম রুশদী,আক্তারুজ্জামান বাবুল,চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশিষ,নুরুল আমিন সোহেল,সাজ্জাদ হোসেন জুয়েল,মোঃ সালাউদ্দিন , মোঃ জাবেদ হোসেন,আনোয়ার হোসেন বেলাল,জসিম উদ্দিন,মিজানুর রহমান,বিলকিস বেগম,আবুল কাশেম স্বপন,ইকবাল হোসেন নয়ন,জোবায়ার খলিল দীপু, রাসেল মাহামুদ প্রমুখ।
বক্তারা বলেন, নগরীর অত্যন্ত ব্যস্ততম ইপিজেড থানা এলাকার সার্বিক আইন-শৃংখলা উন্নতির লক্ষে সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা করে উগ্রবাদীতা বিরোধী,মাদক ব্যবসা,জুয়ার আসর নিমূল, কিশোর গ্যাং ও ইভটিজিং সহ বিভিন্ন ধরণের অপরাধ এবং অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে স্ব-স্ব অবস্থান থেকে বিশেষ ভূমিকা রাখতে অনুরোধ জানান।
এসময় প্রধান অতিথি ইপিজেড থানার ওসি বলেন, থানা এলাকার অপরাধ কমাতে এই কমিউনিটির লোক হিসেবে সবার উচিত সংঘটিত অপরাধ ওঅনৈতিক কাজের ব্যাপারে আইন-শৃংখলা বাহিনী কে অবশ্যই অবগত করে তা প্রতিরোধে সহায়তা করা। আসুন সবাই মিলে পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে তুলি।