আজ দেশে করোনায় ২৫জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৯৮০ জন

ডেস্ক নিউজঃ২৭সেপ্টেম্বর

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমে এসেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৪৩৯ জন মারা গেলেন ভাইরাসটিতে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।