মুঃবাবুল হোসেন বাবলা:২৯সেপ্টেম্বর,চট্টগ্রাম
পতেঙ্গা-হালিশহরের গৌরব এডভোকেট মোঃ জানে আলম (৬৬) গতকাল(২৮সেপ্টেমস্বর) মঙ্গলবার রাত্র ৯টা ৪৫মিনিটে কভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কভিড ইউনিটে ইন্তেকাল করেন(ইন্নাহিল্লাহে……..রাজেউন)।
২৯সেপ্টেম্বর বাদে জোহর পতেঙ্গাস্থ মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মসজিদ মাঠে জানাযা শেষে- রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জানে আলম কে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন করে পরবারের পক্ষে গাউছিয়া কমিটি পতেঙ্গা ইউনিট।
বিভিন্ন মহলের শোক প্রকাশঃ রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে নির্বাহি ম্যাজেস্ট্রেট মোঃ হাসান মুরাদ এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মহানগর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ এবং ডিসি শিক্ষা জেলা প্রশাসশকের প্রতিনিধি হিসেবে পরিবার কে মরনোত্তর সন্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
কাউন্সিলরদের শোক প্রকাশ: ৪১নং ওয়াডের কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, মহিলা কাউন্সিলর মিসে শাহানুর বেগম,৪০নং ওয়াডের সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, ৩৯নং ওয়াডের হাজী মোঃ আসলাম, সরফরাজ কাদের রাসেল, সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল।
চট্টগ্রাম মহানগর ও জেলা গণফোরামের সভাপতি, সাঃসম্পাদক, যুব গণ ফোরাম এবং শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন সংঘ, গণসংহতি,জাসদ-মহানগর সাবেক সভাপতি জসিম উদ্দিন বাবুল,৪১নং ওয়ার্ড আঃলীগের সাঃসম্পাদক মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, পতেঙ্গা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী,ইস্টান রিফাইনারী শ্রমিক ইউনিয়ন(ইরো),পতেঙ্গা থানা আঃলীগ, যুবলীগ-ছাত্রলীগ,শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ।
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন”আমরা পলাশ,ড্রাগন ক্লাব, বিজয়নগর পরিবেশ উন্নয়ন সংগঠন,মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি, আলোর পথে-যুব সাহিত্য ফোরাম, চট্টগ্রাম,পূবাচল গ্রন্থাকার,মাইজপাড়া রক্ষা প্রতিরোধ ও নাগরিক আন্দোলন কমিটির নেতৃবন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দরা মরহুম জানে আলমের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান, তারা এসময় বলেছেন, পতেঙ্গা-হালিশহরের শেষ গৌরব কে হারালো জাতি…!আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Discussion about this post