পটিয়া প্রতিনিধি:২৯সেপ্টেম্বর
পটিয়ায় ৫০হাজারের অধিক লোকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র৭৫তম জন্ম দিবস উদযাপন করেছেন পটিয়ার সাংসদ ও হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী।
গতকাল ২৮সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র৭৫তম জন্মদিন। এ উপলক্ষে হুইপ শামসুল হক পটিয়া আর্দশ কলেজ মাঠে বিশাল আয়োজন করে প্রায় ৫০হাজারের অধিক লোকের উপস্থিতিতে গনসমাবেশ ও গণর্যালি কলেজ মাঠ থেকে শুরু করে ইন্দ্রপোল(বাইপাস সড়ক) ঘুরে থানার মোড় গিয়ে শেষ হয়।
উপজেলার সকল ইউপি থেকে সকাল থেকে শতশত গাড়ীতে বাদ্য-বাজনা, ব্যান্ডদল সহ নারী-পুরুষ,শিশু-বৃদ্ধরা ওগণর্যালিতে অংশ নিতে দেখা যাই।
এসময় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী একটি ছাদকাটা কলো পাইজারোতে দাড়িঁয়ে সবাই কে হাতনেড়ে অভিবাদন জানান।
তার পিছনে উপজেলার সকল নেতৃবৃন্দ, পৌর সভার নতুন মেয়র মোঃ আইয়ূব বাবুল, মোতাহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র হারুন উর রশিদ চৌধুরী সহ পটিয়া উপজেলার আঃলীগ, যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আঃলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ পটিয়া পৌর সভা আমরা রাসেল পরিষদ, অংগসহযোগি সংগঠনের হাজার হাজর নেতাকর্মীরা নেচে-গেয়ে প্রিয়নেত্রীর ৭৫তম জন্ম দিন কে উদযাপন করেন।
তবে গণর্যালির কারণে পটিয়া-চন্দনাইশ-দোহাজারী ও কক্সবাজার লাইনের প্রধান সড়কে প্রায় ৩০-৪০মিনিট তীব্র যানযট সহ অসহনীয় জনদূর্ভোগ সৃষ্টি হয়।