নিজস্ব প্রতিবেদকঃ২৯সেপ্টেম্বর
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের আওতাধীন লায়ন্স ৩১৫-বি৪ এর অক্টোবর সেবা মাসে বিভিন্ন কর্মসূচি পালনে সেবা সপ্তাহ পালনে ০২ অক্টোবর বিকেল ৪টায় এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হচ্ছে ।সেবা মাসজুড়ে প্রতিদিন বিভিন্ন ক্লাবের উদ্যোগে করবে সংগঠনটি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামালখান সিনিয়রস ক্লাবে অক্টোবর সেবামাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ পিএমজেএফের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
তদানীন্তন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর মাধ্যমে এদেশে লায়নিজমের সূচনা হয়। স্বাধীনতার পর সাবেক মন্ত্রী এম আর সিদ্দিকী এদেশে লায়নিজমের সূচনা করেন। শুরুর পর থেকে মানব সেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব।
লায়ন্স ৩১৫-বি৪ চট্টগ্রাম জেলা ৮৪টি ক্লাবের মাধ্যমে ২ হাজার ৬২৬ জন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া লায়ন্স কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করছে। এক হাজার লিও সদস্য ৪৩টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়ন্স ক্লাব সহযোগিতা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন কামরুন মালেক, নাসিরুদ্দিন চৌধুরী, রূপম কিশোর বড়ুয়া, ডা. শিব প্রসাদ বিশ্বাস, এসএম শামসুদ্দিন চৌধুরী, মোস্তাক হোসাইন, আবু বকর সিদ্দিকী প্রমুখ।স্বাগত বক্তব্য দেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম। সঞ্চালনা করেন প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবর।
Discussion about this post