চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানে লড়ির ধাক্কা, দুই শিশুর মৃত্যু।

রোববার সকালে সীতাকুণ্ড বাস স্টেশন সংলগ্ন বাইপাসে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক আমীর ফারুক জানান। তিনি বলেন, রাস্তার পাশে দাঁড় করানো ওই পিকআপ থেকে মাছ নামানো হচ্ছিল, পেছন থেকে ওই লরি এসে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি সামনে এগিয়ে যায়।  এ সময় পিকআপের সামনে রাস্তায় থাকা মো. সিয়াম (১০) ও মো. জনি (১৪) ওই ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।