অপেক্ষার প্রহর শেষ। মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। আজ সোমবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঢাকের বাদ্য, কাঁসরের ঘণ্টা ও শঙ্খের ধ্বনিত মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। উৎসবের শুরুতে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হবে। এরপর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শেষ হবে ষষ্ঠী পূজা। আগামী ১৫ অক্টোবর শুক্রবার দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জন দেয়া হবে।
দুর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সাথে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। তিনি আশা করেন, শারদীয় দুর্গোৎসবে সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরো সুসংহত হবে।
প্রধানমন্ত্রী দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
Discussion about this post