আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে জি২০ নেতারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। মঙ্গলবার এ ভার্চুয়াল সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ১ বিলিয়ন ইউরো বা ১.২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলনে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।
জাপান টাইমস জানিয়েছে, ভার্চুয়াল সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২০ বিশ্ব নেতা অংশ নেন। তারা আফগানিস্তানে উদ্ভূত অর্থনৈতিক ও মানবিক সংকটের উপর আলোচনা করেন। এর আগে কাতারে প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনায় বসে মার্কিন ও ইইউ প্রতিনিধিদল।
Discussion about this post