বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে। কুমিল্লার ঘটনা গভীর ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, কুমিল্লার ঘটনা গভীর ষড়যন্ত্র। গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট এবং জনজীবনে বিরাজমান সমস্যা আড়াল করতে নানা অঘটন ঘটানো হচ্ছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে। এ সময় মুসলিম, হিন্দুসহ সব ধর্মের মানুষের প্রতি চলমান ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হালুয়াঘাট উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনের সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আবদুল হামিদ, আলী আশরাফ, আবদুল আজিজ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা আবুল কাশেম ডলার, নয়ন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : jagonews24.com
Discussion about this post