১৯৭৩ সালের এই দিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করছিলেন। বাংলাদেশ পুনর্গঠনে জাপানের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের উদ্দেশ্যে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য জাপানের সক্রিয় অর্থনৈতিক সহযোগিতা ও সাহায্যের আহ্বান জানান।
পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ সেই সময় পর্যন্ত শেষ না হলেও অর্থনীতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আগামী বছরগুলোর উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য বাংলাদেশ পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি এবং পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করেছেন। বঙ্গবন্ধু বলেন, ‘বর্তমানে বাংলাদেশের প্রধানতম সমস্যা হলো—স্বল্পতম সময়ের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ-সুবিধার ব্যাপক সম্প্রসারণ, যথেষ্ট পরিমাণ সার ও উন্নত জাতের বীজ সরবরাহ এবং সর্বোপরি আমাদের জনগণকে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে যদি আমরা সজাগ করতে না পারি, তবে উর্বর ভূমি ও বিপুল সম্পদের সাহায্যে উক্ত লক্ষ্যে উপনীত হতে পারার কোনও কারণ নেই।’ বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনীতিতে অতীব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাপানের মূল্যবান সাহায্য কামনা করেন।
Discussion about this post