বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ শ্যুটিং করছেন। সেজন্য কিছুদিন আগে তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে শ্যুটিং করছেন। এখন স্পেনে চলছে আরো শ্যুটিং।
নিজের সুন্দর অনুভূতি বর্ণনা করার পাশাপাশি তাকে ভিডিওবন্দী করার জন্য সিটাডেলের ক্যামেরার টিমকে ধন্যবাদও জানালেন অভিনেত্রী। সিটাডেল-এর শ্যুটিং শেষ করেই লস এঞ্জেলস ফিরবেন প্রিয়াঙ্কা। নিজের প্রোডাকশন হাউজের বেশ কিছু কাজ সেরে আবার বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ তার জন্য একাধিক ছবির শ্যুটিং বাকি রয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে চষে বেড়াচ্ছেন স্পেন। পায়ে হেঁটে দেখছেন চারপাশ। রাতের বেলাতেও তিনি হোটেলে নেই। ঘুরে বেড়াচ্ছেন আপনমনে।সম্প্রতি বেশ কিছু প্রজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ‘ম্যাট্রিক্স ৪’-এর কাজ শুরু করবেন। ঝুলিতে রয়েছে ‘টেক্সট ফর ইউ’-এর কাজও। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করবেন ‘জি লে জ়ারা’ ছবিতে। স্বামী নিকের সঙ্গে ফ্যামিলি কমেডি ‘চিকেন অ্যান্ড বিসকিটস’-এর টিমে যুক্ত হয়েছেন।
Discussion about this post