একজন দলের অধিনায়ক, আরেকজন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল ব্যাটিং–ভরসা। দলের ইনিংস উদ্বোধন করার দায়িত্বটা তাঁদের দুজনের কাঁধে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি অস্ট্রেলিয়া সেমিফাইনালে না যায়, তবে এ দুজনকে হয়তো অস্ট্রেলিয়া দলে আর নাও দেখা যেতে পারে। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এড কাওয়ানের অন্তত এমনই ধারণা।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার বেশ কিছুদিন ধরেই ফর্ম হারিয়ে খুঁজছেন। নিজেকে সতেজ রাখতে বাংলাদেশ সিরিজ থেকে সরে গিয়েছিলেন ফিঞ্চ। আর ওয়ার্নারকে তো আগেই বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে বিশ্রামে অবশ্য ওয়ার্নারের কোনো লাভ হয়নি। নিজের ঘর বনে যাওয়া ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এতটাই বাজে খেলেছেন যে প্রথমে তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো। পরে সবাইকে চমকে দিয়ে তাঁকে একাদশ থেকেও বাদ দিয়ে দিয়েছে হায়দরাবাদ।
এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডের এক পডকাস্টে কাওয়ান এ দুজনকে নিয়ে তাই তাঁর শঙ্কার কথা জানিয়েছেন। তাঁর ধারণা, এ বিশ্বকাপই এই দুজনের অস্ট্রেলিয়া দলে জায়গা ধরে রাখার শেষ সুযোগ, ‘এই বিশ্বকাপ হবে অ্যারন ফিঞ্চের জন্য অগ্নিপরীক্ষা। যদি অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব (সুপার টুয়েলভ) থেকেই বাদ পড়ে যায়, তাহলে ফিঞ্চ অবশ্যই টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব হারাবে। এমনকি সে বাদও পড়ে যেতে পারে। ডেভিড ওয়ার্নারের জন্যও এ কথা সত্য। এটি তারও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে।’
ওয়ার্নার অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ফর্মে নেই। ওয়ার্নার যে নিজেকে হারিয়ে খুঁজছেন, সেটা ভালোমতোই জানা আছে কাওয়ানের, ‘ডেভিড ওয়ার্নার অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই। অ্যারন ফিঞ্চও তাই। এটা অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না যে প্রায় দুই বছর ধরে ফিঞ্চ টি-টোয়েন্টিতে ধুঁকছে। ফলে, এই বিশ্বকাপে তাদের ভালো করার কোনো বিকল্প নেই।’
Discussion about this post