বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়ায় বস্তি বাসিদের কম্বল দিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বৃহস্পতিবার রাত থেকে কখনও থেমে থেমে আবার কখনও লাগাতার বৃষ্টিতে নিম্ম আয়ের ও ছিন্নমুল মানুষ গুলো বিপাকে তখনই (শুত্রবার রাতে) বাগেরহাট শহরের দারোগা ও সরুই বস্তিবাসিদের কাছে ছুটে গেলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সেখানকার বৃদ্ধসহ নানা বয়সী মানুষের কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বৃদ্ধ নারী ও পুরুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় অনেকে খুশিতে আবেগে আপ্লুত হন সবাই।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম।
বস্তিবাসি কম্বল পেয়ে বলেন, এবার এই প্রথম বৃষ্টির মধ্যে কম্বল পেয়ে খুশি হয়েছে। একদিকে শীত অন্যদিকে সারাদিন বৃষ্টি এরই মধ্যে কষ্টের সীমা ছিল না। ডিসি স্যার কম্বল দিবে বুঝতে পারেনি। ছুটির দিনে হঠাৎ আমাদের কম্বল দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি।
Discussion about this post