আজ, দুবাইয়ের মাঠে ভারত-পাকিস্তান মহারণ ! এই একটা ম্যাচকে ঘিরে উন্মাদনা বিশ্বকাপের ফাইনাল থেকেও কোনও অংশেই কম নয় ৷ দু’দলই চাইবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই এবারের টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে ৷
ভারতের বিরুদ্ধে দুই ফর্ম্যাটের বিশ্বকাপেই রেকর্ড অত্যন্ত খারাপ পাকিস্তানের ৷ আজ পর্যন্ত কখনই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জিততে পারেনি ‘গ্রিন-ব্রিগেড’ ৷ তবে এবার সব রেকর্ড বদলাতে মরিয়া বাবর-আজম-শাহিন আফ্রিদিরা ৷
শনিবার ‘ভার্চুয়াল’ সাংবাদিক বৈঠকে এসে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘‘আগে কী হয়েছে, আমরা ভাবছি না। প্রতিটা ম্যাচে নতুন লড়াই। আর ভারতের বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে দলের সবাই আত্মবিশ্বাসী।’’
বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল আমিরশাহী রওনা হওয়ার আগে দলকে উদ্বুদ্ধ করেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী এবং প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান ৷
ইমরান খান বাবরকে বলেছিলেন, ‘মাঠে যখন ঢুকবে, আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। শুধু একটা কথাই মাথায় রাখবে। জিতে মাঠ ছাড়ব।’