আবারও জুটি বাঁধছেন যশ – নুসরত
সবকিছু ঠিকঠাক এগোলে এনা সাহার নতুন প্রযোজনায় আবার জুটি বাঁধতে দেখা যাবে যশ এবং নুসরত জাহানকে। প্রসঙ্গত, এর আগে ‘ওয়ান’ এবং ‘এসওএস কলকাতা’- তে এই জুটিকে দেখা গিয়েছে। তবে নুসরত এবং যশের সম্পর্ক সামনে আসার পর এটাই হবে তাঁদের জুটির প্রথম কাজ। ছবির পরিচালক হিসেবে সায়ন্তন ঘোষালকে দেখা যেতে পারে যদিও এখনও কোনোকিছুই ফাইনাল করা হয়নি। আপাতত নুসরত ‘জয় মা কলকাত্তাওয়ালি’র শুটিংয়ে ব্যস্ত এবং যশ এনার সঙ্গেই ‘চিনে বাদাম’ এর শুট করছেন।