রাজধানীর গুলশানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৪জন দগ্ধ হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। সকালে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের দ্বিতীয় তলার এসি বিষ্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস।
বুধবার গুলশান-২ এলাকার ১০৩ নম্বর সড়কের একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় বিকট শব্দে এসি বিষ্ফোরিত হয়। বিষ্ফোরনের অংশ সড়কের পাশে দাঁড়ি থাকা একটি প্রাইভেট কারের উপর পড়ে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারি দিকে। এতে রিক্সাচালক, গৃহকর্মী ও শিশুসহ দগ্ধ হয় ৭জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে পর্যাপ্ত পানির সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এসময় পাশ্ববর্তী ভবনের মালিক এসএ গ্রুপ অব কোম্পানীজ পরিবার আগুন নিভাতে সুইমিং পুলের পানি সরবরহে এগিয়ে আসে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শিশুসহ দগ্ধ ৪,দু’জনের অবস্থা আশংকাজনক
পরে অগ্নিকাণ্ডের কারন এবং ঘটনার বিস্তারিত জানান ফায়ার সার্ভিসের গুলশান জোনের এই কর্মকর্তা। ঘটনার বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে বিলম্বে পৌছানোসহ গাফিলতির অভিযোগ আনে স্থানীয়রা ।
গুরুতর দগ্ধ শিশু ও গৃহকর্মীসহ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
Discussion about this post