চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চমেক কর্তৃপক্ষ।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
গণমাধ্যমকে তিনি বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। সব শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় ড. মতিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ।
এতে তিনজন আহত হয়।
Discussion about this post