আলোর উৎসব দীপাবলি

আলোর উৎসব দীপাবলি ।শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলি অশুভ শক্তিকে পরাজিত করে । শুভ , কল্যাণের প্রতিষ্ঠায় ও অন্ধকারকে দূর করে এ উৎসব উদযাপন করা হয়। হিন্দু মতে ২য় বৃহত্তম উৎসব।

আজ শ্যামাপূজা মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনার দিন। দীপাবলি উৎসবের একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে ।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ মতে দেবী দুর্গারই একটি শক্তি কালী । সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। শক্তির পূজা হচ্ছে কালী পূজা ।

শ্যামাপূজা ও দীপাবলি এবার সীমিত পরিসরে উদযাপিত হবে। মঙ্গল প্রদীপ সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে, ব্যবসা-প্রতিষ্ঠানে জ্বালানো হবে।