মানিকগঞ্জে জালাল উদ্দিন (৫৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় তিনজনকে করেছে র্যাব।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা-বরুন্ডী সড়কের সলন্ডী এলাকা এ হামলার ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি হাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বংখুরি এলাকার কাউসার দেওয়ান,বংখুরি চৌকিঘাটার তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস। এসময় আটককৃতদের কাছ থেকে দুটি বড় ও একটি ছোট ছুরি, তিনটি লোহার রড়, চারটি হকস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে সাদা কার্লারের একটি হায়েজ গাড়ী জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি লেঃ কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ কোর্টের হাজিরা দেওয়ার জন্য সকাল ১০টার দিকে ভাই গর্জন সাড়েং ও ভাতিজা ইব্রাহিম সাড়েংকে নিয়ে অটোতে রওনা দেন জালাল উদ্দিন। বেলা ১১টার দিকে সদরে সলন্ডী ডায়না ইটভাটার কাছে পৌছালে ওৎপেতে থাকা কুদ্দুস, রাজির, সজিব ও মজনুসহ ১৫-২০জন বখাটে অটো থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে জালাল উদ্দিনের উপর হামলা চায়। এসময় চাচাকে বাচাঁতে গেলে ভাতিজা ইব্রাহিমও আহত হন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাদা রঙের একটি হায়েজ গাড়ীতে চরে পালিয়ে যায়। পরে মিতরা বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয়রা রাস্তার গতিরোধ করলে গাড়ীতে থাকা সবাই পালিয়ে যায়। পরে গাড়ির ভিতরে থাকা তিনজনকে আটকে করে স্থানীয়রা র্যাব ও সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়েন্ত্রনে আনে এবং এঘটনায় সদর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে। মামলার পর বাকিদেরও গ্রেফতার করা হবে। লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, খবর র্যা সদস্যরা তাকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয় এবং আটককৃতদের গাড়ী থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।এঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হবে।
Discussion about this post