দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো কাদের স্বার্থে প্রশ্ন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা জনস্বার্থে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানা।
তারা বলেন, জ্বালানি পণ্য দুটির মূল্যবৃদ্ধি দেশের পরিবহন ও কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। এ মূল্যবৃদ্ধির ফলে একদিকে পরিবহন খাতে ভাড়া বাড়বে, অন্যদিকে উৎপাদন ব্যয় বাড়তে যাচ্ছে কৃষি খাতে। একই সঙ্গে ভোক্তা ব্যয় বৃদ্ধিসহ সার্বিকভাবে গোটা অর্থনীতিতেই এর বহুমুখী চাপ অনুভূত হতে যাচ্ছে।
নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বারার অজুহাতে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে জনগনের কাঁধে বোঝা চাপিয়ে দিচ্ছে। যা কোন কল্যাণকামী সরকারের পক্ষে সম্ভব নয়। জ্বালানি তেলের দাম বাড়লে দেশে এর ধারাবাহিকতায় বিদ্যুৎসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। বিশ্ববাজারে কী পরিমাণ দাম বেড়েছে এবং কোন প্রক্রিয়ায় লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়ানো হলো, সেটি বিবেচনা করতে হবে। বিপিসি এতদিন যে মুনাফা করেছে, সেই টাকা কোথায় গেল? জনমনে আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে।
Discussion about this post