ফ্রান্স সরকার টিকা উপহার দি‌চ্ছে বাংলাদেশ‌কে

ফ্রান্সে পাঁচ দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী । দেশটিতে পৌঁছেই বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মঙ্গলবার । ফ্রান্স সরকার বাংলাদেশ‌কে ২০ লাখ টিকা ডোজ করোনা দেওয়ার ঘোষণা দিয়ে‌ছে।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কাসতেক্সের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয় ।
ড. মো‌মেন জানান , প্রধামন্ত্রী শেখ হা‌সিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশ‌টির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‌তের পর বাংলা‌দেশ‌কে ২০ লাখ ক‌রোনাভাইরা‌সের টিকা নাম জানানো হয়নি উপহা‌রের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী বর্তমা‌নে ৫ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ফ্রা‌ন্সে অবস্থান কর‌ছেন। তার সফরসঙ্গী হি‌সে‌বে স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছে।

এদিকে পোল্যান্ড ও সৌ‌দি আরব থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাবে বাংলা‌দেশ‌।
৩৩ লাখ ডোজ টিকা উপহার দি‌চ্ছে পোল্যান্ড। ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দি‌চ্ছে সৌ‌দি আরব।

ফ্রান্সের এলিসি প্রাসাদে রাজকীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা বলেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান গার্ড। দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই সফরে ইউনেস্কোর ৭৫ তম বার্ষিকী প্রতিষ্ঠা ও জাতির পিতার নামে প্রবর্তিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।