১০ নভেম্বর ২০২১ দুপুর ১২ টায় জাতীয় জাদুঘরের সামনে—বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবীতে শিক্ষার্থীদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ঢাকা কলেজের মাহমুদুল হাসান, সিটি কলেজের মালিহা মীম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এণ্ড কলেজের অনিক।
বক্তারা বলেন, সরকার এমনিতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। এই বাহানা তুলে এখন আবার বাস মালিকদের চাপে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে। ঢাকার একটা বড় অংশের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় এসব গণপরিবহনে যাতায়াত করতে হয়। শিক্ষার্থীদের নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় দীর্ঘ দিনের একটা দাবী ছিল শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নেয়া। সরকার এই দাবী কখনই কর্ণপাত করেনি। বরং গণপরিবহনগুলোতে বড় করে লেখা থাকে ‘হাফ পাশ নাই’। যা শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াত করতে বিড়ম্বনায় ফেলে। এবং প্রায়ই পরিবহন স্টার্ফদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। যা কখনোই কাম্য নয়। তাই অবিলম্বে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নিশ্চিৎ করতে হবে।
এই দাবী মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী আসবে বলে বক্তারা হুশিয়ারি দেন।
বার্তা প্রেরক
শাহিনূর সূমী
Discussion about this post