টাঙ্গাইলের কালিহাতীতে ভিক্ষুক ও প্রতিবন্ধীকে পূণর্বাসনের লক্ষ্যে সাহায্য উপকরণ হিসেবে অটোরিকশা এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে একজন ভিক্ষুক ও একজন বাক প্রতিবন্ধীকে পূণর্বাসনের লক্ষ্যে অটোরিকশা প্রদান করা হয়। এছাড়াও আরও একজন শারীরিক প্রতিবন্ধীকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণগুলো তাদের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
কামরুল হাসান
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি
Discussion about this post