কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

অফিসের কাজ শেষে বাড়ি ফেরার সময় দৈনিক যুগান্তরের টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রতিনিধি তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার ভূঞাপুর লিংক রোডে  এ দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে  তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক আহমেদ কালিহাতী উপজেলার বিল পালিমা গ্রামের বাসিন্দা।
আহত তারেক আহমেদ জানান, যুগান্তরের ঢাকা অফিসের কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভূঞাপুর লিংক রোড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তিনি পড়ে যান। পরে বঙ্গবন্ধু সেতু থানার পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
সুস্থতার জন্য  তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি