কবি নীলিমা আক্তার নীলা – ঝলমল করছে সারা পৃথিবী সেজেছে রবির কিরণ চারিদিকে আনন্দ কোলাহল পাখির কলকাকলি নৃত্যরা সেজেছে পরে মাদল। আজ আনন্দ মেলা স্নিগ্ধ সৌভিক কোকিলের কন্ঠস্বর গাছে গাছে করছে খেলা।
সেজেছে প্রকৃতি আলোর শিখায় ঢেউয়ের নাচনে নাচছে তরী উড়ছে পাখি হাওয়ায়। আজ তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন তোমার জন্মদিন চারিদিকে বাজছে বীণ হয়ে অমলিন।
তারুণ্যের উল্লাসে পাখিদের উচ্ছ্বাসে পৃথিবী মাতোয়াল উড়ছে হাওয়ায় পাল। কবিতায় তুমি কবি তুমি করেছো বিশ্বময় শ্রেষ্ঠ জয়, তোমার আলোতে পৃথিবী দীপ্তিময়
Discussion about this post