একজন ডাক্তারের মিষ্টি ব্যবহারই পারে একজন রোগীকে সুস্থ করে তুলতে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন – BHRC বান্দরবান জেলার নির্বাহী সভাপতি নীলিমা আক্তার নীলা।
BHRC এর বান্দরবান জেলার সহ সভাপতি এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব এর সাধারণ সম্পাদক জনাব, মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান সিভিলসার্জন জনাব অং শৈ প্রু, বান্দরবান জেলার চেম্বার অব কমার্স এর সভাপতি লাল সানি লুসাই, ডাক্তার
মাহাতাব উদ্দিন চৌধুরী,ডাক্তার সমতং মুরং, চট্টগ্রাম অঞ্চলের নাটাব এর কর্ডিনেটর জনাব হেলাল খন্দকার, বান্দরবান জেলার ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক মেনি প্রু, বাংলাদেশ মানবাধিকার কমিশন – BHRC বান্দরবান জেলার সাধারণ সম্পাদক তসলিমা আক্তার এবং হিলটপ এনজিও নির্বাহী সদস্য রেহেনা আক্তার সহ ৩০ জন নারী নেত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
Discussion about this post