নড়াইলের কালিয়ায় ১২ ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ১২ টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ৬৩৯ জন ও মহিলা ৭২ হাজার ৭৩৫ জন। এ নির্বাচনে ১০৮ টি ভোট কেন্দ্রে ৪৬৫ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ৩৬১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি জানায়, ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন। তৃতীয় ধাপে দেশব্যাপী ভোটে লড়ছেন ৫০ হাজার ১৪৬ জন। চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন প্রার্থী রয়েছেন। এই ধাপের ভোটে কেন্দ্র রয়েছে ১০ হাজার ১৫৯টি, ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটার সংখ্যা ২ কোটি এক লাখ ৪৯ হাজার ২৭। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জনের ফোর্স রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এছাড়া মাঠে রয়েছেন পাঁচ শতাধিক বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতোমধ্যে দুই ধাপের ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
এদিকে তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ ও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন।
উজ্জ্বল রায়,
নড়াইল প্রতিনিধি
Discussion about this post