চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট অবৈধ দখলমুক্তকরণ ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের গৃহীত ক্লিনরোড-ফ্রিরোড কর্মসূচি অব্যাহত রয়েছে।
কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় মুরাদপুর, ২ নম্বর গেইট এলাকার মাঝামাঝি সড়ক, বায়েজিদ সড়ক ও প্রবর্তক সড়কে সাদা রঙ দিয়ে রিকশা ও সিনজিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট পার্কিং নির্ধারণ করে দেওয়া হয়।
এছাড়া মুরাদপুর এলাকায় সড়কের উপর রাখা মালামাল সহ সব ধরণের যানচলাচলে বিঘ্নকারী সরঞ্জাম সরিয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক হোসেন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ, টিআই পাঁচলাইশ অনিল বিকাশ চাকমা