ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও অনলাইন পত্রিকার আইডি কার্ড নিয়ে মোটরসাইকেল যোগে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের সাথে জড়িত নুরুল আবছার (৪৭) নামে একজন কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল (রেজিঃ নম্বর-চট্টমেট্রো-হ-১৪-৮২৯৩) ১টি স্যামসাং মোবাইল ও ১টি অনলাইন পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়।
আজ রবিবার ২৮ নভেম্বর বেলা অনুমান ১২.০০ টার সময় কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাম জামে মসজিদের নার্সারীর সামনে হইতে গ্রেফতার করা হয় বলে জানান এসআই নয়ন বড়ুয়া ।
গ্রেফতারকৃত ছিনতাইকারী হল, নুরুল আবছার (৪৭) চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াজিশপুর ইউপির কাজী বাড়ির মোঃ নুরুল হকের ছেলে।
কোতোয়ালী থানা পুলিশ সুত্রে জানা গেছে, জনৈক মোঃ সাইফুর রহমান (৩৭) কেইপিজেড এস কে ডি আউটডোর ইনোভেশনস লিমিটেড গার্মেন্টসে চাকুরি করে। গত ২৬ নভেম্বর সকাল ০৯.৩০ মিনিটের সময় তাহার বান্ধবীকে বাগঘোনা এ কে খানের বাংলোর সামনে নামিয়ে দিয়ে
সিএনজি যোগে বাসায় আসার সময় কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাম জামে মসজিদের নার্সারীর সামনে রাস্তার উপর আসিয়া পৌছিলে অজ্ঞাতনামা ১ জন সাদা পোশাকধারী ব্যক্তি যাহার বয়স অনুমান ৪৭ বছর মোটরসাইকেল নিয়ে সিএনজি’র সামনে দাড়ায় এবং ১টি অষ্পষ্ট আইডি কার্ড দেখিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সিএনজি থেকে নামতে বলে। তিনি ভীত সন্ত্রস্থ হয়ে সিএনজি হতে নামামাত্রই সিএনজি ড্রাইভার ভয়ে সিএনজি নিয়ে চলে যায়।
নুরুল আবছার নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মারধরের ভয়ভীতি দেখিয়ে মোঃ সাইফুর রহমান এর মানিব্যাগে থাকা নগদ ৮,০০০ টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত লালখান বাজারের দিকে চলে যায়।
পরে বাদী আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে মামলার তদন্তকারী অফিসার এসআই নয়ন বড়ুয়া মামলার তদন্তকালে সোর্স নিয়োগ করে। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়।