নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকার তুরাগ থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় চোরাইকৃত ১ টি পিকআপ উদ্ধার।
গতকাল ২৮ নভেম্বর বিকেল ৫ঃ১০ মিনিটের সময় তুরাগ থানাদীন বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলার মোঃ শরিফ (২২) ও মোঃ নাজমুল হোসেন (৩৫) কে আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম জানান, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করে না পেলে গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল ̈ বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ভিকটিম র্যাব-৪ এ তার গাড়ী চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে ছায়াতদন্ত করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১ টি পিকআপসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের সদস্য। তারা পলাতক
আসামীদের সহায়তায় পূর্ব পরিকল্পনা মতে পরষ্পর যোগসাজসে ঢাকা জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপ ভ্যান চুরি করে গাড়ীর মালিকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের নিকট হতে বিকাশ ও নগদ সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিপুল পরিমান টাকা দাবি করতো।
কেউ টাকা দিতে না চাইলে আসামীরা চুরিকৃত গাড়ীর বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে তা বিভিন্ন মটরস এর দোকানে খুচরা মূল্যে অবৈধভাবে বিক্রি করে দিতো। পলাতক আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৫ঃ২০পিএম
Discussion about this post