সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল ১লা ডিসেম্বর। সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাফল্য ও গৌরবের ২৯ বছরে পদার্পণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ/বিদেশে অবস্থানরত নিসচা’র সকল কর্মিসহ দেশবাসীর উদ্দেশ্যে আজ কিছু কথা বলতে ফেষবুক লাইভে আসবেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
নিসচার এক বিবৃতিতে জানা গেছে, আজ ইলিয়াস কাঞ্চন সন্ধ্যা ৬টায় ফেসবুক লাইভে এসে সমসাময়িক বিষয়ে কিছু বক্তব্য প্রদান করবেন। লাইভটি দেখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন নিসচা।
১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর ঐ বছরেই ১লা ডিসেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এই সামাজিক সংগঠন যার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল।
Discussion about this post