চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) রাতে জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (২৪ মে) পরীক্ষার জন্য নমুনা দেন চৌধুরী ফরিদ।
মঙ্গলবার (২৬ মে) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
চৌধুরী ফরিদ ছাড়াও আরও যেসব গণমাধ্যমকর্মী করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন দৈনিক পূর্বকোণের বার্তা বিভাগের ৬০ বছর বয়সী দুজন সাংবাদিক, দৈনিক কর্ণফুলীতে কর্মরত ৪৫ বছর বয়সী এক সাংবাদিক, সময় টেলিভিশন চট্টগ্রাম অফিসের ৩১ বছর বয়সী এক সাংবাদিক এবং দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোর ২৭ বছর বয়সী এক আলোকচিত্রী।
এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ৪৭ বছর বয়সী পজিটিভ আরেক সাংবাদিকের পরিচয় জানা যায়নি।
Discussion about this post